Wednesday, January 8, 2014

ফেসবুকে আপলোড করা ছবি বা পোষ্ট আপনার ওয়েবসাইট বা ব্লগে যোগ করুন (Embed Post) !




আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব যে, কিভাবে ফেসবুকে আপলোড করা ছবি বা পোষ্ট আপনার ওয়েবসাইট বা ব্লগে দেখাবেন! । কথা না বাড়িয়ে চলুন শুরু করা
যাক।


 


 ধাপ -১: 

প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগইন করুন ।





ধাপ -২:

তারপর আপনার ফেসবুক প্রোফাইলে যান।




ধাপ -৩:

এবার photos এ ক্লিক করুন।


ধাপ -৪:

এখন যে কোন একটা ছবিতে মাউসের রাইট বাটন ক্লিক করে open link in new tab এ ক্লিক করুন (আমি আমার প্রেফাইলের যেকোন একটা ছবিতে ক্লিক করলাম)।



ধাপ -৫:

ঐ ট্যাবে গেলে দেখবেন ছবিটি নিছের মত অপেন হয়েছে। সেখানে Embed Post এ ক্লিক করুন।




ধাপ -৬:

তারপর দেখবেন নিছের মত একটা উইনডো আসবে। সেখানে লাল দাগ চিহ্নিত স্থানের কোড গুলো কপি করুন।
আপনার ইচ্ছামত পোষ্টের সাইজ বাড়াতে কমাতে পারবেন।




ধাপ -৭:

তাপরপর কোডগুলো আপনার website এ paste করলে আপনার নিছের মত পোষ্টটি দেখতে পাবেন।



আজ এই পর্যন্তই।
>>>>>>>>>>>>>>>>>>>>>ধন্যবাদ সবাইকে<<<<<<<<<<<<<<<<<<<<<<
 বুঝতে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।
সবার জন্য একটা উপদেশ:

এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করুন, আর income করুন। 
http://goo.gl/SJ6RzM
বাংলাদেশে একটা ভাল উদ্দেগ। আশা করি সবাই আয় করতে পারবে, বিজ্ঞাপন দিতে বিদেশি কোম্পানি কাড়ি কাড়ি টাকা দিতে হবে না, কম খরছে সবাই উপকার পাবে।


1 comment:

  1. রহস্যময় জগৎ থেকে শুরু করে জীবন ধারার মান উন্নয়ন করার জন্য অনলাইন থেকে টাকা উপার্জন করার টিপস, স্বাস্থ্য টিপস, কম্পিউটার ও মোবাইল ব্যবহার সম্পর্কে টিপস এন্ড ট্রিকস। এছাড়াও রয়েছে ধারাবাহিক ভাবে ইউটিউব টিউটোরিয়াল। চলুন ঘুরে আসি এই সাইট থেকে https://adnanblog.com/

    ReplyDelete