আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব যে, কিভাবে ফেসবুকে আপলোড করা ছবি বা পোষ্ট আপনার ওয়েবসাইট বা ব্লগে দেখাবেন! । কথা না বাড়িয়ে চলুন শুরু করা
যাক।
ধাপ -১:
প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগইন করুন ।ধাপ -২:
তারপর আপনার ফেসবুক প্রোফাইলে যান।ধাপ -৩:
এবার photos এ ক্লিক করুন।
ধাপ -৪:
এখন যে কোন একটা ছবিতে মাউসের রাইট বাটন ক্লিক করে open link in new tab এ ক্লিক করুন (আমি আমার প্রেফাইলের যেকোন একটা ছবিতে ক্লিক করলাম)।
ধাপ -৫:
ঐ ট্যাবে গেলে দেখবেন ছবিটি নিছের মত অপেন হয়েছে। সেখানে Embed Post এ ক্লিক করুন।
ধাপ -৬:
তারপর দেখবেন নিছের মত একটা উইনডো আসবে। সেখানে লাল দাগ চিহ্নিত স্থানের কোড গুলো কপি করুন।
আপনার ইচ্ছামত পোষ্টের সাইজ বাড়াতে কমাতে পারবেন।
ধাপ -৭:
তাপরপর কোডগুলো আপনার website এ paste করলে আপনার নিছের মত পোষ্টটি দেখতে পাবেন।
আজ এই পর্যন্তই।
>>>>>>>>>>>>>>>>>>>>>ধন্যবাদ সবাইকে<<<<<<<<<<<<<<<<<<<<<<
বুঝতে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।
সবার জন্য একটা উপদেশ:
এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করুন, আর income করুন।
বাংলাদেশে একটা ভাল উদ্দেগ। আশা করি সবাই আয় করতে পারবে, বিজ্ঞাপন দিতে বিদেশি কোম্পানি কাড়ি কাড়ি টাকা দিতে হবে না, কম খরছে সবাই উপকার পাবে।
রহস্যময় জগৎ থেকে শুরু করে জীবন ধারার মান উন্নয়ন করার জন্য অনলাইন থেকে টাকা উপার্জন করার টিপস, স্বাস্থ্য টিপস, কম্পিউটার ও মোবাইল ব্যবহার সম্পর্কে টিপস এন্ড ট্রিকস। এছাড়াও রয়েছে ধারাবাহিক ভাবে ইউটিউব টিউটোরিয়াল। চলুন ঘুরে আসি এই সাইট থেকে https://adnanblog.com/
ReplyDelete