Tuesday, January 14, 2014

এক ক্লিকে দেখে নিন ফেসবুক ইউজারগন আপনার প্রোফাইলে কি কি দেখতে পারবে !

প্রথমে আপনার ফেসবুক আইডিতে লগইন করুন।





এবার আপনার ফেসবুক  প্রোফাইলে যান।


এবার নিচের লাল দাগ চিহ্নিত স্থানে ক্লিক করুন।


তারপর view as এ ক্লিক করুন।


এখন দেখবেন ইউজারগন আপনার প্রোফাইলে কি কি দেখতে পারবে।


যেমন কেউ আপনার প্রোফাইলে আসালে Add Friend বাটন দেখতে পাবে।
এই অবস্থায় আপনি যে কোন লিঙ্ক (যেমন Timeline, About, Photos, Friend etc) তে ক্লিক করলে দেখবেন
ফেসবুক সাধারন ইউজারগন আপনার প্রোফাইল কিভাবে দেখবে।


এছাড়া কোন নির্দিষ্ট ফ্রেন্ড আপনার প্রোফাইলে কি কি দেখবে তাও দেখতে পারবেন। নিচের লাল দাগ চিহ্নিত স্থানে ক্লিক করুন।


এখানে আপনার যে কোন ফ্রেন্ডের নাম লিখে সার্চ করুন।

আর সিলেক্ট করে দিন, এবার দেখবেন ঐ ফ্রেন্ড আপনার প্রোফাইলে কি কি দেখতে পাবে।
নিচে দেখুন আমার এক বন্ধু আমার প্রোফাইলে কি কি দেখতে পাবে।


এখন আপনার নিজের প্রোফাইল দেখতে চাইলে নিচের লাল দাগ চিহ্নিত স্থানে ক্লিক করুন।



আজ এই পর্যন্তই।
>>>>>>>>>>>>>>>>>>>>>ধন্যবাদ সবাইকে<<<<<<<<<<<<<<<<<<<<<<
 বুঝতে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।
সবার জন্য একটা উপদেশ:

এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করুন, আর income করুন। 
http://goo.gl/SJ6RzM
বাংলাদেশে একটা ভাল উদ্দেগ। আশা করি সবাই আয় করতে পারবে, বিজ্ঞাপন দিতে বিদেশি কোম্পানি কাড়ি কাড়ি টাকা দিতে হবে না, কম খরছে সবাই উপকার পাবে।

No comments:

Post a Comment