Wednesday, January 8, 2014

ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি বিষয়ে বিস্তারিত আলোচনা (পর্ব ১)

 

ইন্টারনেট (INTERNET):-

পৃথিবীতে বিভিন্ন অঞ্চলের মানুষের একে অপরের সাথে যোগাযোগের বাস্তব রুপ হল ইন্টার নেটওয়ার্ক বা ইন্টারনেট (Internet)। ১৯৮০ সালে এর উদ্ভাবন হয় এবং ১৯৯০ সালের মধ্যে ২,০০,০০০ টি কম্পিউটার ৩০০০ টি নেটওয়ার্করে আওতাভুক্ত হয়। সাধারনত ১টি LAN ও ২টি WAN অথবা ২টি LAN এর মাধ্যমেই সংযুক্ত হওয়াকেই আমরা ইন্টারনেট হিসাবে জানি।







ইন্টারনেটর প্রধান ৪টি ব্যবহার:-



১. E-mail  - এর মাধ্যমে মানুষ অতি অল্প সময়ে পৃথিবীর যে কোন প্রান্তের মানুষের সাথে তথ্য আদান-পদান করতে পারে।
2. News - এর মাধ্যমে মানুষ যে কোন (রাজনৈতিক, সামাজিক, খেলা, টেকনোলজি, কম্পিউটার বিষয়ক ইত্যাদি) সংবাদ তাৎক্ষনিক পেতে পারে।
3. Remote Login - এর মাধ্যমে একজন ইউজার Telnet, Rlogin এর মাধ্যমে ইন্টারনেট সংযুক্ত অন্য কম্পিউটারে Login করতে পারে।
4. File Transper- FTP প্রোগ্রাম ব্যবহার করে ইউজারগন এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা web server এডাটা আদান-প্রদান করতে পারে।

No comments:

Post a Comment