ইন্টারনেট (INTERNET):-
ইন্টারনেটর প্রধান ৪টি ব্যবহার:-
১. E-mail - এর মাধ্যমে মানুষ অতি অল্প সময়ে পৃথিবীর যে কোন প্রান্তের মানুষের সাথে তথ্য আদান-পদান করতে পারে।
2. News - এর মাধ্যমে মানুষ যে কোন (রাজনৈতিক, সামাজিক, খেলা, টেকনোলজি, কম্পিউটার বিষয়ক ইত্যাদি) সংবাদ তাৎক্ষনিক পেতে পারে।
3. Remote Login - এর মাধ্যমে একজন ইউজার Telnet, Rlogin এর মাধ্যমে ইন্টারনেট সংযুক্ত অন্য কম্পিউটারে Login করতে পারে।
4. File Transper- FTP প্রোগ্রাম ব্যবহার করে ইউজারগন এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা web server এডাটা আদান-প্রদান করতে পারে।
No comments:
Post a Comment